কী কী কারনে এডমব একাউন্ট বন্ধ হয়ে যায়?

যেসব কারনে এডমব একাউন্ট বন্ধ হয়ে যায় তার তালিকা নিম্নরূপঃ 

১। এডমব একাউন্ট বন্ধ হওয়ার সবচেয়ে প্রধান কারনটি হলো Invalid click করা।  অথ্যাৎ নিজের এপ্সের এড একই ডিভাইস থেকে ক্লিক করা। এটা গুগলের নিয়ম-নীতি ভঙ্গ করে। 

২। খুব বেশি এড ব্যাবহার করা। এতে ব্যাবহারকারী বিরক্ত হয় এবং গুগল এটাকে সার্পোট করে না। 

৩। একই ডিভাইসে একাধিক এডমব একাউন্ট ব্যাবহার করা। 

৪। একই এডমব একাউন্ট বিভিন্ন ডিভাইস থেকে ঘনঘন লগ ইন করা।

৫। ভিপিএন ব্যাবহার করে নিজের এত এ ক্লিক করা। গুগল এটাকে সহজেই ট্রাক করতে পারে।  ফলে একউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ১০০%

৬। CTR দশ এর বেশি হলে এডমব একাউন্ট এর ঝুঁকি বেড়ে যায়। এর মান দশ এর কম হলে একাউন্টের নিরাপত্তা বজায় থাকবে।

Post a Comment

0 Comments